পি এম কিষাণ প্রকল্পে ৭০ হাজার কৃষক উপকৃত : মুখ্যমন্ত্রী

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২৬ ফেব্রুয়ারি:-- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যে ৭০ হাজার কৃষক পরিবার সরাসরি উপকৃত হয়েছেন। ইতিমধ্যে এই প্রকল্পে ১৩ কোটি টাকা ব্যয় হয়েছে। আজ সন্ধ্যায় সচিবালয়ে নিগ অফিসকক্ষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রাজ্যের



মাননীয় মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন। অন্য এক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে, রাজ্যের পাট্টাধারীদের বিভিন্ন সুবিধাদি প্রদানের ক্ষেত্রে মাননীয় সুপ্রিম কোর্টের কিছু বিধিনিষেধের ফলে যে সব অসুবিধা হতে পারে, তার জন্য সেই রায় বিবেচনা করে রাজ্য সরকার রিভিউ পিটিশান দাখিল করবে। প্রায় ৬৮ হাজার পাট্টাধারী, বিশেষ করে জনজাতি অংশের মানুষ যাতে লাভবান হতে পারেন তার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য রাজ্য সরকারও এই বিষয়ে শীর্ষ আদালতে পুনর্বিবেচনার জন্য দাবি জানাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu