প্রধানমন্ত্রী কর্তৃক ভারতের প্রথম মাঝারি মানের দ্রুতগতিসম্পন্ন ট্রেন “বন্দে ভারত এক্সপ্রেস”র শুভ উদ্বোধন।


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৫ ফেব্রুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লী রেলওয়ে স্টেশন থেকে নতুন দিল্লী-কানপুর-আমেদাবাদ-বারাণসী রুটে ভারতের প্রথম মাঝারি মানের দ্রুতগতিসম্পন্ন ট্রেন “বন্দে ভারত এক্সপ্রেস”-এর যাত্রার শুভ সূচনা করেন। ভারতীয় রেলের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় এই ট্রেন নির্মাণ করা হয়েছে। এই যাত্রা সূচনা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ট্রেনটির সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন এবং এক জনসভাতে ভাষণও দেন। এই উপলক্ষ্যে রেলমন্ত্রী পীযুষ গোয়েলের নেতৃত্বে আধিকারিক ও সংবাদমাধ্যমের একটি প্রতিনিধি দল এই ট্রেনে যাত্রা করেন। যাত্রাপথে ট্রেনটি আমেদাবাদে থামে এবং সেখানে সাধারণ মানুষ ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের স্বাগত জানান।
          “বন্দে ভারত এক্সপ্রেস” ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে ছুটবে এবং শতাব্দী এক্সপ্রেসের তুলনায় এতে আরও ভালোমানের যাত্রী স্বাচ্ছন্দ্য ব্যবস্থা রয়েছে। ফরলস্বরূপ, যাত্রীরা ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। নূতন দিল্লী থেকে বারাণসী পৌঁছতে ট্রেনটির সময় লাগবে ৮ ঘণ্টা। সোমবার অ বৃহস্পতিবার বাদে প্রতিদিন ট্রেনটি চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu