সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৩ মার্চ : ভারতীয় মজদুর
সঙ্ঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয় উত্তর জেলার ধর্মনগর মহকুমার
বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মজদুর
সঙ্ঘের সহ-সভাপতি শ্রী প্রণব দেববর্মা, সাধারণ সম্পাদক শ্রী অসীম দত্ত এবং রাজ্য
বিধানসভার মাননই উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রী
কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য্য মহাশয়।
এই অনুষ্ঠানটিতে আগামী ৩ বছরের জন্য ১৭ জনের একটি পূর্ণাঙ্গ
কমিটি গঠন করা হয়। এ ঘোষণাটি করেন ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন রাজ্য সহ-সংযোজক
শ্রী তপন দাস মহাশয়। উক্ত কমিটির জেলা সভাপতিরূপে নির্বাচিত হন শ্রী কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য্য এবং সহ সভাপতিরূপে যথাক্রমে শ্রী দেবাশীষ
নাথ ও শ্রী সুব্রত রুদ্রপাল।
কমিটির সম্পাদক হিসাবে শ্রী বিপ্লব দাস এবং ও সহ সম্পাদক হিসাবে যথাক্রমে শ্রী লিটন নাথ ও অনুপ রুদ্রপালকে দায়িত্ব প্রদান করা হয়। জেলা কমিটির কোষাধ্যক্ষ হন শ্রী শঙ্কর গোস্বামী। এই কমিটি আগামী ৩ বছরের জন্য বহাল থাকবে।
0 মন্তব্যসমূহ