সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৫ মার্চ : উত্তর জেলার ধর্মনগর মহকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্য্যালয় প্রাঙ্গণে গত ৩রা মার্চ অনুষ্ঠিত হয় দিব্যাঙ্গজন সনাক্তকরণ শিবির। ঊনকোটি জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্র, ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীন দিব্যাঙ্গজন চলন সহায়তা প্রকল্পে এবং ত্রিপুরা সরকারের সম্মিলিত সহায়তায় এই শিবির আয়োজিত হয়।
উক্ত শিবিরে ১০ জন দিব্যাঙ্গজনকে সনাক্ত করে তাঁদের নাম
নথিভুক্ত করা হয়। ঊনকোটি জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রের অডিওলজিস্ট
শ্রী সজিত কুমার এই সংবাদ জানান। শিবিরে সনাক্তকৃত উক্ত ১০ জন দিব্যাঙ্গজনকে
তাঁদের প্রয়োজনীয় চলন সামগ্রী হিসাবে ট্রাই সাইকেল, হুইলচেয়ার, শ্রবণযন্ত্র
ইত্যাদি প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ