কদমতলা-রানিবাড়ী সড়কের বেহাল অবস্থা, ভোগান্তিতে এলাকাবাসী, সংস্কার দূর অস্ত



সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১৫ মার্চ:-- একটি রাস্তার জন্য আমজনতা ভোগান্তির শিকারকদমতলা থেকে রানিবাড়ী যাওয়ার রাস্তাটি কাজ হচ্ছে না বিগত কয়েক বৎসর ধরেনতুন সরকারের এক বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু কাজের দেখা নেইবেশ কয়েকবার এলাকার মানুষ ও গাড়ি চালকরা রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ, বন্ধ ডাকলেও কোন কাজ হয়নি

এই রাস্তার উপর দিয়ে কালাগাঙ্গেরপার, রাজনগর, তারকপুর, রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সহ দুটি বিএএসএফ ক্যাম্পের জওয়ানরা যাতায়াত করেনআসামের সাথে তারকপুর-কুকিতলের সীমান্ত সড়কটিও রয়েছে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ এই রাস্তার উপর চলাচল করে এমনটাই জানালেন তারকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানরাস্তা খারাপ হওয়ার কারণে স্কুলের ছাত্র ছাত্রীদেরও স্কুলে যাতায়াত করতে অসুবিধা হয়। তারকপুর স্কুলের ছাত্রছাত্রীরা তাদের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানালো স্কুল ছাত্রের পাশাপাশি গাড়ি চালকরা ও অসুবিধার সম্মুখীন।

এই রাস্তার কাজ কেন হচ্ছে না তা জানতে কদমতলা পূর্ত দপ্তরের কার্য্যালয়ে গিয়ে জানা গেলো, প্রধানমন্ত্রী গ্রামীণ  সড়ক  যোজনার কাজটির বরাত পেয়েছিলেন শংকর চৌধুরী নামের এক ব্যক্তি উনাকে বার বার কদমতলা পূর্ত দপ্তর থেকে কাজ ধরার জন্য চিঠি প্রেরণ করা হয়েছে যেহেতু পিএমজিওয়াই দপ্তটি সম্পূর্ণ  আলাদা, পূর্ত দপ্তরের এখানে কোন কিছু করার নেই। ০৪-১২-২০১৪ সালে রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিলো ৫ বছরের সংস্কার বাবদ ৮৮.৭৯ টাকা সাইনবোর্ড লেখা আছে কিন্তু কাজ হলো না 
এখন এই রাস্তার কাজ কবে হবে ধোঁয়াশায় মানুষ বৃস্টি মরশুম শুরু হলে কাদায় চলাফেরা দায় হবে সাধারণ মানুষের। সরকারি নজরে বিষয়টি আসা জরুরিএই সড়কটির দিকে প্রশাসন যাতে তাড়াতাড়ি নজর দেন এমন আশাই করছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu