সবুজ ত্রিপুরা, ১২ এপ্রিল
: আসন্ন লোকসভা নির্বাচন
উপলক্ষ্যে বাংলা নববর্ষের শুভ মুহুর্তে সকল ত্রিপুরাবাসীকে রাজ্যপাল প্রফেসর
কাপ্তান সিং সোলাঙ্কি আন্ত্রিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন,
“বাংলা নববর্ষে ত্রিপুরাবাসীকে ও সারা দেশের বাঙ্গালীদের আমি আন্ত্রিক শুভেচ্ছা
জানাই এবং আশা করছি নতুন বছর সুখ-সমৃদ্ধির ও আনন্দময় হয়ে উঠবে। বাংলা নববর্ষে
রাজ্যবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আমি প্রার্থনা করি নতুন বছরে
ত্রিপুরার জনগণের আশা-প্রত্যাশা পূরণ হবে।”
0 মন্তব্যসমূহ