সবুজ ত্রিপুরা,
সংবাদমাধ্যম, ২৭ এপ্রিল : গোপন ডেরায়
অভিযান চালিয়ে তিন আত্মঘাতী আইএস জঙ্গিকে খতম করল শ্রীলঙ্কার
সেনা ও পুলিশের যৌথবাহিনী। ঘণ্টাখানেক দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াইয়ে মৃত্যু
হয়েছে ছয় শিশু-সহ ১৫ জনের।
গত ২১ এপ্রিল ধারাবাহিক বিস্ফোরণের পরই দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন
অভিযানে নামে সেনা। প্রায় সাড়ে ছয় হাজার সেনাকে দেশ জুড়ে এই অভিযানে নামানো
হয়েছে বলে শুক্রবারই জানিয়েছিলেন সেনা মুখপাত্র সুমিত আতাপাত্তু। আর কোনও আত্মঘাতী
বোমারু লুকিয়ে আছে কি না খুঁজে বার করতে অভিযানে নামে যৌথবাহিনী। এভাবেই শুক্রবারে
সেনার কাছে গোপন সূত্রে কালমুনাইতে আইএস-এর বেশ কয়েক জন আত্মাঘাতী বোমারু জড়ো
হওয়ার খবর আসে।
আরও পড়ুন : সন্ত্রাসের স্মৃতি পুনরুজ্জীবিত, পরপর বিস্ফোরণে ক্ষতবিক্ষতশ্রীলঙ্কা, জরুরী অবস্থা দেশ জুড়ে
শুক্রবার গভীর রাতে কলম্বো
থেকে ৩৭০ কিলোমিটার দূরে কালমুনাইয়ে অভিযান চালায় যৌথবাহিনী। সেখানকারই একটি নির্মীয়মাণ বাড়িতে
আশ্রয় নিয়েছিল আইএস জঙ্গিরা। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে যৌথবাহিনী গোটা বাড়িটি
ঘিরে ফেলে। তাদের
উপস্থিতি টের পাওয়া মাত্রই জঙ্গিরা এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে। দু’পক্ষের
মধ্যে গুলির লড়াইয়ের মধ্যেই তিন আত্মঘাতী বোমারুকে কোণঠাসা করে ফেলে যৌথবাহিনী।
সেনা সূত্রে জানানো হয়েছে,
পরিস্থিতি বেগতিক দেখে আত্মঘাতী বোমারুরা নিজেদেরই বিস্ফোরণে উড়িয়ে দেয়। সেই বিস্ফোরণে
ফলে ওই বাড়ির ভিতরে থাকা তিন মহিলা ও ছয় শিশুর মৃত্যু হয়। বাকি তিন আত্মঘাতী জঙ্গিকে গুলি করে
মারে যৌথবাহিনী। দু’পক্ষের
গুলির লড়াইয়ের মাঝে পড়ে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেও সেনা সূত্রে খবর।
0 মন্তব্যসমূহ