রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার !



ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে নির্বাচনী প্রচারে যে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় তা অবাক হওয়ার মতো স্বচ্ছতার কারণে প্রশ্ন এসেই যায়, এই টাকাগুলো আসে কোত্থেকে! এটাও জলের মতো পরিষ্কার, দেশের কর্পোরেট সেক্টর থেকেই এই টাকা তোলা হয়ে থাকে। আর এটাও ঠিক, কর্পোরেট সেক্টর টাকা দিয়ে যে দলকে ক্ষমতার মসনদে বসায়, তাদেরকে সুবিধা প্রদান করা ক্ষমতাসীন দলেরও কর্তব্য হয়ে দাঁড়ায়। এই ব্যাধি থেকে ভারতের রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে না পারলে কর্পোরেটরা রাজনৈতিক কর্মকান্ডে হস্তক্ষেপ করবেই। হোক ডান অথবা বাম, রাষ্ট্রবাদী কিংবা জাতীয়তাবাদী, কেউই এই রোগ থেকে মুক্ত নয়। এই প্রচারের সবটাই হচ্ছে জনসাধারণকে যার যারে পক্ষে নেওয়ার হাতিয়ার। কিন্তু সমস্যায় ঘুরপাক খায় জনগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu