উত্তর জেলার ধর্মনগরে নজরুল জয়ন্তী পালনের প্রস্তুতি


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম ২০ মে : আগামী ২৬ মে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২০ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে উত্তর জেলার সদর ধর্মনগরে মহকুমা প্রশাসন, বিদ্যালয় শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপন কমিটির উদ্যোগে দুইদিনব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা গৃহীত হয়েছে। ২৬ মে ভোর ৫:৩০ মিনিট নাগাদ ধর্মনগরের প্রাণকেন্দ্রে কালীদিঘী সন্নিকটে নেহেরু পার্কের পাশে কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে শহরের বিশিষ্টজনদের দ্বারা মাল্যদান ও পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা হবে। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা এই স্থান থেকে শহর পরিক্রমা করে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এসে মিলিত হবে। এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়, সাংস্কৃতিক সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মী ও সংস্কৃতিপ্রেমী মানুষেরা অংশ নেবেন।
          এদিন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সংগীত-নৃত্য-আবৃত্তি পরিবেশন করবেন। এছাড়াও ২৬ ও ২৭ মে উভয় দিন সন্ধ্যাবেলা বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কার্য্যক্রম। এতে সঙ্গীত বিদ্যালয়, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, আবৃত্তি বিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা সহ অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন। নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলাশাসকের কার্য্যালয়ের সভাকক্ষে গত ১৭ মে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন :  চুড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu