রাজ্যে বিজেপি দলের বিজয়ধ্বজ আবারো উড়ল : পূর্ব ও পশ্চিম ত্রিপুরা উভয় আসনেই বিজয়লাভ


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম ২৪ মে : রাজ্যের দু’টি লোকসভা আসনে প্রত্যাশিতভাবেই বিপুল ভোটের দ্বারা জয়লাভ করেছে শাসকদল। ১-পশ্চিম ত্রিপুরা (তপশিলী জাতি) এবং ২-পূর্ব ত্রিপুরা ­(তপশিলী উপজাতি) আসনে বিজেপি দলের প্রার্থী যথাক্রমে প্রতিমা ভৌমিক ও রেবতী কুমার ত্রিপুরা জয়ী হয়েছেন। গতকাল রাত আটটায় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী উভয় প্রার্থীই বিপুল ভোটে জয়লাভ করেছেন। 
            জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১- পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক পেয়েছেন ৫ লক্ষ ৩৯ হাজার ৯১৯ ভোট। উক্ত কেন্দ্রে মোট ভোটের ৫১.৪১% ভোটই গিয়েছে প্রতিমা ভৌমিকের ঝুলিতে। দ্বিতীয় স্থানে রয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৭২৮ ভোট নিয়ে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। মোট ভোটের ২৪.৩৫%। তৃতীয় স্থানে রয়েছে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত মোট ১ লখ ৬৩ হাজার ৪৪৯ ভোট নিয়ে, যা মোট ভোটের ১৫.৫৬%। এই কেন্দ্রের আইপিএফটি প্রার্থী বৃষকেতু দেববর্মা পেয়েছেন ৪৩ হাজার ১৩৫ ভোট (৪.১১%)। পশ্চিম আসনের নোটায় ভোট পড়েছে ১১ হাজার ৩৭২টি (১.০৪%)।
          একইভাবে ২-পূর্ব ত্রিপুরা ­(তপশিলী উপজাতি) আসনের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা পেয়েছেন ৪ লক্ষ ৬৯ হাজার ২১৯ ভোট, যা মোট ভোটের ৪৫.৯%। দ্বিতীয় স্থানে রয়েছেন ২ লক্ষ ৭২ হাজার ৩৬৩ ভোট (২৬.৬৪%) নিয়ে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ। তৃতীয় স্থানে রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ১ লক্ষ ৯৭ হাজার ৪০০ ভোট নিয়ে, যা মোট ভোটের ১৯.৩১%। এই কেন্দ্রের আইপিএফটি প্রার্থী নরেন্দ্র দণ্ডরও দেববর্মা পেয়েছেন ৪৪ হাজার ৮১১ ভোট (৪.৩৮%)। পূর্ব আসনের নোটায় ভোট পড়েছে ১১ হাজার ৩৭টি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu