সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম,
১ জুন : ত্রিপুরায় ২৯
আসাম রাইফেলস্-এর জওয়ানরা এবং উত্তর জেলা সদর ধর্মনগরের পুলিশ, গতকাল ৩১ মে শুক্রবার বিপ্লব নাথকে নামে এক ব্যক্তিকে নিষিদ্ধ
ড্রাগ রাখার জন্য আটক করে। বিপ্লব নাথ-এর বয়স ২৪ বছর এবং সে উত্তর জেলার যুবরাজনগর ব্লকাধীন
কালিকাপুর গ্রামের বাসিন্দা।
খবরে প্রকাশ, ২৯ আসাম রাইফেলসের কমান্ড্যান্ট আনোয়ার রহমানকে সাথে নিয়ে ধর্মনগর
পুলিশের কর্মকর্তা রাজিব সূত্রধর এক গোপন সূত্রের খবর অনুযায়ী অতর্কিত অভিযান চালান এবং ব্রাউন সুগারের একটি চালান সহ বিপ্লব নাথ নামক এক পাচারকারীকে আটক করে। কিন্তু সেখানে থাকা তার সহকারী আরেকজন ড্রাগ পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর বিপ্লব নাথের বাড়ির ভিতরেও
একটি অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির সময় পুলিশ দু’টি বাক্স মিলিয়ে মোট ১৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার
করে। এছাড়াও এ সকল নিষিদ্ধ মাদকদ্রব্য চোরাচালান জন্য ব্যবহৃত ব্যাগগুলোও পুলিশ জব্দ করেছে। এদিকে,
উত্তর জেলা হাসপাতালের বিপ্লব নাথের শারীরিক পরীক্ষার পাশাপাশি
এনডিপিএস আইনের অধীনে একটি মামলা দায়ের করা হচ্ছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।
আরও পড়ুন : আগরতলা রেল স্টেশনে আটক অস্ত্র : ধৃত ১ নারী সহ ৩ ব্যক্তি
0 মন্তব্যসমূহ