একটি দুই গর্তসম্পন্ন টুইন পিট টয়লেট : নমুনা চিত্র |
তিনি জানান, চলতি বছরে বিভিন্ন
ব্লক, যথাক্রমে - দামছড়াতে ৯৭০ টি, দশদায় ১১১৭ টি, লালজুরিতে ১৩৫৬ টি, পানিসাগরে
১২৮২ টি, যুবরাজনগরে ১১৩১ টি, কালাছড়াতে ১০৫৮ টি এবং কদমতলায় ১২০০ টি পরিবারকে
শৌচালয় নির্মাণ করে দেওয়া হবে। প্রতি শৌচালয়ে ১২ হাজার টাকা করে মোট ব্যয় হবে ৯
কোটি ৮৮ লক্ষ ২০ হাজার টাকা।
এদিকে
কুমারঘাট পুর এলাকার ১২৩ টি পরিবারকেও এই মিশনের আই এইচ এইচ এল যোজনায় পাকা শৌচালয়
তৈরী করে দেওয়া হচ্ছে। গত অর্থবছরে এই শৌচালয় নির্মাণের জন্য প্রথম কিস্তিতে
পরিবার পিছু ৯ হাজার টাকা করে বরাদ্দ করা হয়। চলতি অর্থবছরে দ্বিতীয় কিস্তিতে আরও
৬ হাজার টাকা করে দেওয়া হবে। ৭০ টি পরিবারকে ইতিমধ্যেই ৬ হাজার টাকা করে দয়া
হয়েছে। প্রতিটি পরিবার এর জন্য পাবে মোট ১৫ হাজার টাকা করে। এই কাজের জন্য মোট ১৮
লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয় হবে। এর মধ্যে আই এইচ এইচ এল যোজনা থেকে ব্যয় হবে ১৪ লক্ষ
৭৬ হাজার টাকা এবং কুমারঘাট পুর পরিষদ থেকে ব্যয় হবে ৩ লোক ৬৯ হাজার টাকা।
কুমারঘাট পুর পরিষদ থেকে এই সংবাদ প্রকাশিত।
0 মন্তব্যসমূহ