ক্রীড়াক্ষেত্রে যুবকদের আকর্ষিত করতে আর্থিক সহায়তা


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ০৮ জুলাই : খেলা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত বিষয় হলেও ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং স্পোর্টস একাডেমী স্থাপনে কেন্দ্রীয় সরকার ভূমিকা পালন করে চলেছে৷ ভারত সরকার ‘খেলো ইন্ডিয়া’র মত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য ও ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের সহযোগিতায় স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার কেন্দ্রগুলিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে৷
‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে যুব প্রতিভাবানদের লং টার্ম অ্যাথলেট ডেভলপমেন্ট প্রোগ্রামে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ বর্তমানে ২০টি বিভাগে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে৷ এগুলো হলো- আর্চারি, অ্যাথলেটস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, জিমনাস্টিক্স, হকি, জুডো, কাবাডি, খো খো, রোয়িং, শুটিং, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, ওয়েটলিফটিং এবং রেসলিং৷ বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের বিশেষজ্ঞ কোচ, ক্রীড়া সামগ্রি, থাকা খাওয়ার ব্যবস্থা, স্পোর্টস কীট, প্রতিযোগিদের প্রচার, শিক্ষা খরচ, মেডিক্যাল/ ইনস্যুরেন্স এবং নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা  হচ্ছে৷
‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ট্যালেন্ট সার্চ এন্ড ডেভলপমেন্ট ভার্টিক্যাল অনুযায়ী লং টার্ম প্রশিক্ষণার্থীদের জন্য বছরে ৫ লক্ষ টাকা স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা করা হয়েছে৷ ট্যালেন্ট সার্চ এন্ড ডেভলপমেন্ট-এর অধীনে ২০টি বিভাগে ২৪৩৭ জন ক্রীড়া প্রতিভাবানদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে৷ রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে আজ এই তথ্য জানিয়েছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী কিরেন রিজিজু৷ 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu