সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১০ সেপ্টেম্বর, ২০১৯ : চোরের
উপদ্রবে অতিষ্ঠ গ্রাম পাহাড়। গৃহস্থের ঘর, দোকান, মন্দির-মসজিদ কোথাও বাদ যাচ্ছেনা
চোরের হাত থেকে। এক কথায় পুলিশ প্রশাসনকে আদা জল খাওয়াচ্ছে চোরের দল। গতকাল
রাতেও একই কায়দায় দোকানের দরজা ভেঙ্গে সর্বস্ব লুট করে নিয়ে যায় চোরের দল। দোকানে থাকা নগদ চার থেকে পাঁচ হাজার টাকা সহ ফ্রিজ
হোপার দোকানের সামগ্রী এবং ক্যাশবাক্সে থাকা দরকারি কাগজপত্র নিয়ে যায় চোরের দল।
এই মুদির দোকানের তালা ভেঙ্গেই চোরেরা লুটে নিয়ে যায় জিনিসপত্র ও নগদ অর্থ। ছবি : কিশোররঞ্জন হোর। |
ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তরের চুড়াইবাড়ি থানাধীন বালিছড়াপাড়
এডিসিডি ভিলেজের ৩ নং ওয়ার্ডের পুষ্প পাড়ায়। ঘটনার
বিবরণে জানা যায়, চুড়াইবাড়ি থানাধীন বালির ছড়াপাড় এডিসি ভিলেজের ৩ নং ওয়ার্ডের
বাসিন্দা ঝুলন ত্রিপুরার মুদির দোকানে গতকাল গভীর রাতে চোরের দল সাফাই অভিযান চালায়। চোরের দল দোকানের দরজার তালা ভেঙে প্রবেশ করে দোকানের
ক্যাশ বাক্সে থাকা চার থেকে পাঁচ হাজার নগদ অর্থসহ ফ্রিজ হোপার দোকানের সামগ্রী ও দরকারি
কাগজপত্র নিয়ে যায়। দোকান মালিক ঝুলন ত্রিপুরা প্রতিদিন রাতে উনার বাড়ির
পাশে মুদির দোকানে রাত্রিবেলা ঘুমাতেন।
কিন্তু গতকাল রাতে উনার শারীরিক অসুস্থতার
কারণে দোকানের পাশের নিজ বাড়িতে ছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গভীর রাতে দোকানে
সাফাই অভিযান চালায় চোরের দল।
এদিকে ঝুলন ত্রিপুরা জানান, উনার বাড়ির পাশের মুদির
দোকানটি আজ সকাল বেলা খুলতে এসে দেখতে পান দরজার তালা ভাঙা। দোকানে
থাকা টাকাসহ ফ্রিজ ও মূল্যবান সামগ্রী দোকানের পেছনের দরজা দিয়ে নিয়ে গেছে চোরের
দল। কিন্তু
আশ্চর্যের বিষয় হলো চুরাইবাড়ি থানার পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় নি।
0 মন্তব্যসমূহ